Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

সেবা সমূহ:

ক) ভূমি উন্নয়ন কর আদায়, খ) নামজারী জমাখারিজ, গ) সরকারী খাস জমি ব্যবস্থাপনা, ঘ) কৃষি খাস জমি ভূমিহীনদের অনুকুলে নীতিমালার আলোকে বন্দোবস্ত প্রদান, ঙ) অকৃষি খাস জমি নীতিমালার আলোকে দীঘ মেয়াদী বন্দোবস্ত প্রদান, চ) ভিপি সেন্সাস তালিকা ভূক্ত সম্পত্তির ব্যবস্থাপনা, ছ) হাটবাজার সীমানা নির্ধারণ/বাজার পেরিপেরি এবং বাজার ভূক্ত চান্দিনা ভিটি প্রকৃত ব্যবসায়ীদের অনুকুলে একসনা লীজ প্রদান, জ) বিভিন্ন ধরনের সায়রাত মহাল ব্যবস্থাপনা, ঝ) ১৯৫০ সালের রাস্ট্রীয অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন অনুযায়ী ভূমি ব্যবস্থাপনা, ঞ) ভূমি সংক্রান্ত যেকোন বিষয়ে তথ্য ও পরামর্শ প্রদান।

 

ক)  নামজারী/ মিউটেশন মামলা :

১) সহকারী কমিশনার (ভূমি) এর মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে নামজারীর আবেদন পত্র (২০/-টাকার কোর্ট ফি সহ)।

২) সংশ্লিষ্ট মৌজা হেডম্যানের প্রতিবেদন।

৩) ঋণ দায়মুক্ত সনদপত্র (নির্ধারিত ফরম রয়েছে)।

৪) ক্রেতা/গ্রহীতা এবং বিক্রেতা/দাতার হেডম্যান সত্যায়িত ছবি ০১ কপি করে।

৫) প্রস্তাবিত জমির হালসনের দাখিলা ও জমাবন্দি (জমাবন্দি মূলকপি সংযুক্ত করতে হবে)।

৬) বিক্রয়সূত্রে নামজারীর ক্ষেত্রে রেজিষ্টার্ড বায়নানামার ফটোকপি।

৭) সকল ক্রেতা/গ্রহীতা ও বিক্রেতা/দাতার জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র।

৮) স্থায়ী বাসিন্দার সমর্থনে ক্রেতা/গ্রহীতার বোমাং রাজার সনদপত্র/জমাবন্দি।

৯) প্রস্তাবিত জমিটি সম্পূর্ণ বিক্রি করলে, বিক্রেতা/দাতার নামে অতিরিক্ত জমির জমাবন্দি (পৌর এলাকার ক্ষেত্রে প্রযোজ্য নয়)।

বি:দ্র: ১) ওয়ারিশ মামলার ক্ষেত্রে উত্তরাধীকার সনদপত্র, বন্টননামা (ক্ষেত্র বিশেষে না-দাবী নামা)

            দাখিল করতে হবে।

        ২) সকল ফটোকপি সত্যায়িত করে দিতে হবে।

 

         উল্লেখিত কাগজপত্র সম্মিলিত করে সহকারী কমিশনার (ভূমি), বান্দরবান সদর বরাবরে আবেদন করতে হবে। এরপর সার্ভেয়ার কর্তৃক সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন ও ম্যাপ দাখিলের পর ক্রেতা/গ্রহীতা, বিক্রেতা/দাতা এর শুনানী গ্রহণ করে নামজারী মামলাটি অনুমোদন/নথিজাতের প্রস্তাব সহকারে জেলা প্রশাসক মহোদয়, বান্দরবান পার্বত্য জেলা বরাবরে প্রেরণ করা হয়।

 

খ)  ব্যাংক প্রতিষ্ঠানে জমি বন্ধক রেখে ঋণ গ্রহণের অনাপত্তি লাভের  আবেদন:

 

১) সহকারী কমিশনার (ভূমি) এর মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে আবেদন করতে হবে। (২০/-টাকার কোর্ট ফি সহ) নির্ধারিত ফরম মোতাবেক।(ফরম মোট ০৩ কপি)

২) আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি (ইউপি চেয়ারম্যান/ মেয়র কর্তৃক সত্যায়িত) ০৪ কপি।

৩) ঋণ দায়মুক্ত সনদপত্র (নির্ধারিত ফরম রয়েছে) ---(মূল কপি সহ ০৩ কপি)।

৪) হালসনের খাজনার দাখিলা   -------  ০৩ কপি।

৫) হালসনের জমাবন্দি           ------ (মূলকপি সহ ০৩ কপি)।

৬) জন্ম নিবন্ধন সনদপত্র       -------  ০৩ কপি।

৭) জাতীয়তা সনদপত্র            --------০৩ কপি।

৮) কার্টিজ পেপারে আবেদনকারী কর্তৃক একটি অঙ্গীকার নামা প্রদান করতে হবে (মূলকপি সহ মোট ০৩ কপি)।

৯) আবেদন ফরম জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলার ওয়েব সাইট www.dcbandarban.gov.bd থেকে download করা যাবে এবং ফরমের ফটোকপি গ্রহণযোগ্য।

১০) এ আবেদন ফরম ক্রয়-বিক্রয় যোগ্য নহে।

বি:দ্র:  সকল ফটোকপি সত্যায়িত করে দিতে হবে।

 

         উল্লেখিত কাগজপত্র সম্মিলিত করে সহকারী কমিশনার (ভূমি), বান্দরবান সদর বরাবরে আবেদন করতে হবে। এরপর সার্ভেয়ার কর্তৃক সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন ও ম্যাপ দাখিলের পর প্রস্তাব সহকারে আবেদনটি জেলা মহোফেজ খানা (রেকর্ড রুম), জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ের, বান্দরবান পার্বত্য জেলা বরাবরে প্রেরণ করা হয়।