সিটিজেন চার্টার
উপজেলা ভূমি অফিস
বান্দরবান সদর।
ক্রঃ নং |
সেবার নাম |
সেবার বিবরণ |
সেবা প্রাপ্তির সময়কাল |
সেবা প্রাপ্তির ব্যয় |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা |
০১ |
জমির খাজনা নির্ধারণ ও আদায় |
উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে কানুনগো/ সার্ভেয়ার কর্তৃক সরেজমিনে তদন্তের মাধ্যমে ভূমির খাজনা নির্ধারণ করা হয়। পরবর্তীতে হেডম্যান কর্তৃক খাজনা বহি ও অত্রাফিসে ডি.সি.আর বহির মাধ্যমে খাজনা আদায় করা হয়। |
-- |
-- |
সহকারী কমিশনার (ভূমি) |
০২ |
বোমাং রাজা, হেডম্যান ও কারবারী ভাতা |
সরকারী নীতিমালা অনুসারে প্রতি মাসে বোমাং রাজা, হেডম্যান ও কারবারী গণকে ভাতা প্রদান করা হয়। |
-- |
-- |
ঐ |
০৩ |
জমি হস্তান্তরের অনুমতি প্রদান |
নামজারী/ ভূমি হস্তান্তরের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও হেডম্যান প্রতিবেদনসহ আবেদন প্রাপ্তির পর কানুনগো/ সার্ভেয়ারের মাধ্যমে তদন্ত করা হয়। এরপর সংশিস্নষ্ট সকলের শুনানী গ্রহণ পূর্বক অনুমতির জন্য মামলার নথি জেলা প্রশাসক বরাবরে প্রেরণ করা হয়। |
১৫দিন |
কোর্ট ফি ২৫/- |
ঐ |
০৪ |
কৃষি ও অকৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্তী প্রদান |
বিধি মোতাবেক হেডম্যান প্রতিবেদনসহ আবেদন প্রাপ্তির পর কানুনগো/ সার্ভেয়ার কর্তৃক সরেজমিনে তদন্ত করা হয়। এরপর উক্ত জমিটির সালামী নির্ধারণ করে পরবর্তী কার্যক্রমের জন্য মামলার নথিটি জেলা প্রশাসক বরাবরে প্রেরণ করা হয়। |
১৫দিন |
কোর্ট ফি ২০/- |
ঐ |
০৫ |
জোত পারমিট ইস্যু |
জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখা হতে তদন্ত প্রতিবেদন প্রেরণের জন্য ‘এ’ ফরম পাওয়ার পর কানুনগো/ সার্ভেয়ারসহ সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক জোত ভূমি সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন পরবর্তী কার্যক্রমের জন্য পুনরায় জেলা প্রশাসক বরাবরে প্রেরণ করা হয়। |
০৭দিন |
-- |
ঐ |
০৬ |
চা-চাষী হিসেবে নিবন্ধীকরণ |
জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখা হতে তদন্তের জন্য আবেদন প্রাপ্তির পর কানুনগো/ সার্ভেয়ার দ্বারা প্রসত্মাবিত ভূমিটি তদন্ত করে প্রতিবেদন পরবর্তী কার্যক্রমের জন্য পুনরায় জেলা প্রশাসক বরাবরে প্রেরণ করা হয়। |
০৩দিন |
-- |
ঐ |
০৭ |
জমি বন্ধক রেখে ব্যাংক প্রতিষ্ঠান হতে ঋণ গ্রহণের অনাপত্তি পত্র প্রদান সংক্রামত্ম |
নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনের পর উক্ত বিষয়ে কানুনগো/ সার্ভেয়ারের মাধ্যমে জমিটি তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদনটি সহকারী কমিশানার, জেলা মহাফেজ খানা বরাবরে প্রেরণ করা হয়। |
০৭দিন |
কোট ফি ২০/- |
ঐ |
০৮ |
রাজস্ব আদালতে মামলা নিষ্পত্তি সংক্রান্ত |
জেলা প্রশাসকের কার্যালয়ের আর.এম শাখা হতে রেকর্ড সংশোধন/ চৌহদ্দি সংশোধন/ উচ্ছেদ তথা বিভিন্ন ধরণের মিস মামলার আবেদন পাওয়ার পর তা কানুনগো/ সার্ভেয়ারসহ সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক সরেজমিনে তদন্ত করে প্রতিবেদনটি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুনরায় জেলা প্রশাসক বরাবরে প্রেরণ করা হয়। |
১৫দিন |
-- |
ঐ |
সেবা প্রাপ্তির অসুবিধার ক্ষেত্রে সরাসরি সহকারী কমিশনার (ভূমি) এর সাথে যোগাযোগ করতে পারেন।
টেলিফোনঃ ০৩৬১-৬২২২৮
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS